ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠি পৌর এলাকার আট শত নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান

প্রকাশিত: ২৩:২৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ঝালকাঠি পৌর এলাকার আট শত নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি পৌর এলাকার ৮শ মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ৫ মাসের ভাতা বাবদ এদের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকা এবং তাদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মায়েদের মধ্যে ভাতা বিতরণ করেছেন। ভাতা বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলার প্রশাসক মো: হামিদুল হক সভাপতিত্বে করেন। অন্যদের মধ্যে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান সালেহ আহম্মেদ সালেক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লোহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক আলতাফ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন বর্তমান সরকার মায়েদের জন্য বিভিন্নমুখি পরিকল্পনা নিয়ে দেশের অনেক জনগোষ্ঠি জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শুধু মাতৃত্বকালীন ভাতা নয় নারীদের বয়স্ক ভাতা বিধবা ভাতা, স্বামী পরি ত্যাক্ত ভাতা, সহ নানামুখি কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আগামীতে এই ভাতার পরিমান এবং সময় সীমা আরও বাড়ানো হবে।
×