ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত, অর্ধ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০০:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

জামালপুরে অগ্নিকাণ্ডে চার দোকান ভস্মীভূত, অর্ধ কোটি টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার পরে গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের ব্যবসায়ীরা সকল দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। আজ শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে বাজারের একটি দোকানে আগুন লেগে দ্রুত আরো তিনটি বড় দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে রাসেল খাঁর একটি গুদাম, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের একটি পাট গুদাম, রফিকুল ইসলামের কাপড়ের দোকান ও আশরাফুল ইসলামের একটি ফার্নিচারের শো-রুম সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইসলামপুর স্টেশন অফিসার মো: আব্দুল গনি জনকণ্ঠকে জানান, এ অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। চারটি দোকানের প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে।
×