ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলমাকান্দায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

প্রকাশিত: ০০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

কলমাকান্দায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ শুক্রবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলা সদরে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন হয়েছে। স্থানীয় এমপি ও কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ছবি বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, প্রকৌশলী আফসারুল আলম, কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু ও কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৮শ ৫১ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এ কমপ্লে¬ক্স ভবন নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিক কাজে এবং তৃতীয় তলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস কাম মিলনায়তন হিসেবে ব্যবহৃত হবে।
×