ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় চা বিক্রেতাকে শ্বাসরোধ করে হত্যা ॥ আটক ৩

প্রকাশিত: ০০:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

নেত্রকোনায় চা বিক্রেতাকে শ্বাসরোধ করে হত্যা ॥ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা সদর উপজেলার বালি বাজারের এক চা বিক্রেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (৩০)। তিনি মৌজেবালি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল আটটার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ বাজারের কাছের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌণে একটার দিকে মামুন দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা বালি বাজারের পাশের একটি ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন হলেন- মৌজেবালি গ্রামের হাবলু মিয়া (৪৫) ও সুমন মিয়া (২৫)। অপরজনের নাম তদন্তের স্বার্থে পুলিশ গোপন রেখেছে। নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার রায় বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে মামুন মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
×