ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোয়া কোটি টাকার সোনা জব্দ

প্রকাশিত: ০১:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সোয়া কোটি টাকার সোনা জব্দ

অনলাইন রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি সোনা জব্দ করার ঘটনা ঘটেছে। জব্দ হওয়া সোনার দাম ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনার চালানটি জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, সোনার চালানটি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। কিন্তু জিপারের কার্টন লুকিয়ে কার্গো শাখায় রাখা হয়। পরে গোপন সূত্রে খবর পেয়ে কার্গো শাখার দায়িত্বে থাকা লোকজনের সহায়তায় ওই কার্টন তল্লাশি করা হয়। শহিদুল ইসলাম বলেন, জিপারের কার্টনের ওজন ভারী হওয়ায় তা বিমানবন্দরের ব্যাগেজ বেল্টে আনা হয়। সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে রাত সাড়ে ১১টার দিকে কার্টন খুলে ২৫টি সোনার বার জব্দ করা হয়। বারগুলোর ওজন মোট আড়াই কেজি। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
×