ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টিকফায় পণ্যের ন্যায্যমূল্য চাইল বাংলাদেশ

প্রকাশিত: ০৩:২০, ১৪ সেপ্টেম্বর ২০১৮

টিকফায় পণ্যের ন্যায্যমূল্য চাইল বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ টিকফা চুক্তির চতুর্থ সভায় রফতানিকৃত পণ্যের ন্যায্যমূল্য চাইল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এদেশে তুলা ও ওষুধ রফতানি সহজীকরণের তাগিদ দিয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। টিফকা অর্থবহ করতে আন্তরিক উভয়দেশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের চতুর্থ সভা বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দীর্ঘ দিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ একক রফতানি বাজার। গত ২০১৭-১৮ অর্থ বছরে বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে এবং যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশে প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের বরাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে।
×