ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরা মেঘের ওড়না

প্রকাশিত: ০৬:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 টুকরা মেঘের ওড়না

নদীর কূলে কাশ ফুটেছে ঝুলছে পাকা তাল গন্ধ ছড়ায় শিউলী ফুল বুঝি শরৎকাল। হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি আবার সূর্য ওঠে ভেজাকাশে গা নাড়া দেয় মনের ফুলকি ফোটে। টুকরো মেঘের ওড়না ওড়ে যাচ্ছে অনেক দূরে আমি তখন ঘুড়ি উড়ায় ঢেউভাঙা রোদ্দুরে। আকাশ তখন মোছাম্বি রঙ শিল্পগুণে বোনা মুক্ত আকাশ মুক্ত পাখি যায় না তাদের গোনা। এমনতরো সাজে শরৎ জাগায় মনে প্রীতি হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি এ যেন সম্প্রীতি।
×