ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ট্রেডওয়েল

প্রকাশিত: ২২:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ট্রেডওয়েল

অনলাইন ডেস্ক ॥ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেন্ট ও ইংল্যান্ডের সাবেক অফ-স্পিনার জেমস ট্রেডওয়েল। এর মাধ্যমে ট্রেডওয়েলের ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান হলো। ৩৬ বছর বয়সী এই অফ-স্পিনার চলতি মৌসুমে নিজ জন্মভূমি কেন্টের হয়ে কোন ম্যাচই খেলেননি। কাঁধের দীর্ঘদিনের সমস্যার কারণে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ট্রেডওয়েলে আর মাঠে নামা হয়নি। এখন তিনি সিনিয়র ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষনা দিয়েছেন, এর মধ্যে ইংল্যান্ডের হয়েও আর খেলতে চাননা ট্রেডওয়েল। সব ধরনের ফর্মেটে তিনি দীর্ঘ ক্যারিয়ারে ৬০০’রও বেশী ম্যাচ খেলে ৮০০’র উপরে উইকেট সংগ্রহ করেছেন। ২০১৩ মৌসুমে কেন্টের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ট্রেডওয়েল। ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ১৭টি টি২০ ম্যাচ খেলেছেন। কেন্টের ওয়েবসাইটে অবসরের ঘোষনা দিতে গিয়ে ট্রেডওয়েল বলেছেন, ‘ক্যারিয়ারে কাউন্টি ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করায় আমি খুবই সৌভাগ্যবান। মাঠ ও মাঠের বাইরে দারুন কিছু সময় কাটিয়েছি। কিন্তু এখন নিজেকে সড়িয়ে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি।’ যদিও খেলোয়াড়ী জীবনের পরেও নিজেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখার আগ্রহের কথা প্রকাশ করে ট্রেডওয়েল বলেছেন, ‘যেহেতু ক্রিকেটকে ভালবাসি সে কারনেই এখানে কিছু ফিরিয়ে দেবার অপেক্ষায় থাকবো। হয় সেটা আম্পায়ার হিসেবে, নতুবা কোচ। সামনের এই চ্যালেঞ্জগুলোর জন্য আমি মুখিয়ে আছি। দেখা যাক ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়।’ ইংল্যান্ডের অফ-স্পিনার পজিশনে গ্র্যায়েম সোয়ানের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ট্রেডওয়েল ক্যারিয়ারে খুব একটা সময় আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। তার দুটি টেস্ট ম্যাচ এসেছিল পাঁচ বছরের ব্যবধানে। সেখানে তিনি ১১ উইকেট দখল করেন। এরমধ্যে ২০১০ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৪ উইকেট ও ১০ নম্বরে ব্যাট করতে নেমে ট্র্রেডওয়েলের করা ৩৭ রানে সুবাদে ইংল্যান্ড ৯ উইকেটে জয় তুলে নিয়েছিল। এরপর ২০১৫ সালে এন্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারো টেস্ট দলে ডাক পান ট্রেডওয়েল। ঐ সিরিজে ইংল্যান্ডের একমাত্র স্পিনার হিসেবে তিনি পাঁচ উইকেট দখল করেছিলেন। ট্রেডওয়েলের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্ট পরিচালক পল ডাউনটাউন বলেছেন, ‘সব ধরনের ফর্মেটে কেন্টের হয়ে ট্রেডওয়েল অসাধারন অবদান রেখেছেন। সে যা অর্জণ করেছে তাতে তাকে আমি অভিনন্দন জানাই। ট্রেডিকে ছাড়া ড্রেসিং রুমের পরিবেশ একেবারেই ভিন্ন হয়ে যাবে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’ বাসস।
×