ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শুরু হচ্ছে শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের কার্যক্রম

প্রকাশিত: ০২:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে শুরু হচ্ছে শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে শুরু হচ্ছে শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্ন্তভূক্ত এ ইনস্টিটিউটের কার্যক্রম শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে কার্যক্রম। এই ইনস্টিটিউটে তথ্য প্রযুক্তির উপর অনার্স কোর্স ছাড়াও ১ বছর, ৬ মাস ও ৩ মাসের কোর্স চালু হবে। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারের প্রেরিত চিঠি ও স্থানীয় সংসদ নূর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই শিবচর উপজেলার দত্তপাড়ায় শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসিসহ কর্মকর্তারা। ইতোমধ্যে ইনস্টিটিউটটি বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদন পেয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ নুরউদ্দিন আহমেদ এ সংক্রান্ত তথ্য উল্ল্যেখ করে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে ইনষ্টিটিউটের ক্লাস পরিচালনার জন্য জায়গা বরাদ্দ চেয়ে সভাপতির নিকট চিঠি দেন। এই ইনস্টিটিউটের কার্যক্রম ৬ অক্টোবর থেকে শুরু হবে। প্রথমত সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর ৩ মাস, ৬ মাস ও ১ বছর মেয়াদি কোর্স শুরু হবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক ও টেলি কমিউনিকেশন এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি অনার্স কোর্স চালু হবে বলে জানা গেছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ ও ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই-আলম চৌধুরী বলেন, ৬ অক্টোবর শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। প্রথমত ডিপ্লোমা কোর্স শুরু হবে। আগামী ১ জানুয়ারি অনার্স কোর্স চালু হবে। এরফলে বর্তমানে চাহিদাসমৃদ্ধ তথ্য প্রযুক্তি বিষয়ের উপর দক্ষ জনবল গড়ে উঠবে। ইনষ্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসের জন্য ওই এলাকাতেই জমি অধিগ্রহন প্রক্রিয়াধীন।’
×