ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভালুকায় ভোক্তা অধিকার আইনে ২৩হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৩:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

ভালুকায় ভোক্তা অধিকার আইনে ২৩হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ময়মনসিংহ বিভাগীর কার্যালয়ের উদ্যোগে ভালুকা সদরের বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় অভিযান চালিয়ে নগদ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভালুকা বাজারের ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানায়,আধি ধামরাই মিষ্টান্ন ভান্ডার ও টাঙ্গাইল মিষ্টি মুখের দোকানে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ,ওজনে কমসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯এর বিভিন্ন ধারায় দোকান মালিকদেরকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়। এ সব জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নিশাদ মেহের,এ সময় তাঁর সাথে ছিলেন ক্যাব ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক জি,এম রহমান ফিলিপসহ বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ।
×