ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গ্যাস সঙ্কটে হাজার হাজার মানুষ

প্রকাশিত: ০৩:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

টঙ্গীতে গ্যাস সঙ্কটে হাজার হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার টঙ্গীর অধিকাংশ এলাকায় গ্যাস সঙ্কটের কারণে রান্না-বান্না করতে না পারায় হাজার হাজার মানুষ দুপুরের খাবার না খেয়ে কাটিয়েছেন। হোটেল রেস্তোরাগুলোতেও খাবার সঙ্কট দেখা দেয়। স্থানীয় গ্যাস অফিস সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে বিআরটিএ এর রাস্তায় কাজ চলার সময় ভ্যাকুর টানে গ্যাসের পাইপ লাইন কেটে গেলে এ বিপর্যয় নেমে আসে। মেরামত শেষে বিকাল সাড়ে ৩টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। গ্যাস বিপর্যয়ের ফলে বাসা-বাড়িতে গ্যাসের অভাবে রান্না-বান্না বন্ধ হয়ে যায়। টঙ্গীর হাজার হাজার বাসিন্দাদের না খেয়ে দুপুর পার করতে হয়। অনেকে জানতে চায় গ্যাসের এই বিপর্যয় কেন? হোটেল রেস্তোরাগুলোতেও দেখা দেয় খাদ্য সঙ্কট। ক্ষুধার্ত মানুষদের দেখা যায় খাওয়ার জন্য এ হোটেল থেকে ওই হোটেলে ছুটাছুটি করতে।
×