ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার রাখাইনের বুচিদংয়ে রোহিঙ্গা বসতিতে সেনা ও উগ্রপন্থীদের আগুন

প্রকাশিত: ০৬:০১, ১৯ সেপ্টেম্বর ২০১৮

এবার রাখাইনের বুচিদংয়ে রোহিঙ্গা বসতিতে সেনা ও উগ্রপন্থীদের আগুন

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ রাখাইনের রোহিঙ্গা বসতিতে আবারও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটেছে সোমবার রাতে বুচিদংয়ের হ্লাদং গ্রামে। ওপারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে এত আলোচনা, সমালোচনা এবং মানবাধিকার রক্ষায় এত চাপ সৃষ্টির প্রেক্ষাপটে আবারও রোহিঙ্গা পল্লীতে আগুন দেয়ার ঘটনা নতুন করে বিস্ময়ের জন্ম দিয়েছে সংশ্লিষ্ট মহলগুলোতে। সূত্র জানিয়েছে, এবারও সেনা সহযোগিতায় রাখাইন গোষ্ঠীর উগ্র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। এতে চারটি বসতঘর এবং ধানের কলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সূত্র আরও জানিয়েছে, গত সপ্তাহের শুরু থেকে সিটওয়েতে বসবাসকারী রোহিঙ্গাদের সরে যাওয়ার জন্য মাইকিং শুরু হয়েছে। কিন্তু রোহিঙ্গারা স্ব স্ব এলাকা থেকে স্থানান্তর হতে নারাজ। এই প্রেক্ষাপটে আগুন দেয়ার এ ঘটনা ঘটেছে, নাকি কারও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এসেছে সেনা ও রাখাইন সন্ত্রাসীদের নেতিবাচক মনোভাবের জের হিসাবে।
×