ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদে বেড়াতে যাবেন জাপানী ধনকুবের

প্রকাশিত: ০৬:১৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮

চাঁদে বেড়াতে যাবেন জাপানী ধনকুবের

যুক্তরাষ্ট্রের বেসরকারী স্পেস ফার্ম স্পেসএক্স ঘোষণা দিয়েছে যে, তাদের কোম্পানির প্রথম ব্যক্তিগত যাত্রী হিসেবে চাঁদে যাবেন জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। স্পেসএক্স সোমবার এ তথ্য জানিয়েছে। সিএনএন। সোমবার স্পেসএক্স এক টুইট বার্তায় জানায়, বিগ ফ্যালকন রকেটে করে প্রথম যাত্রী হিসেবে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন জাপানের ফ্যাশন নির্মাতা এবং বিশ্বব্যাপী শিল্পবোদ্ধা হিসেবে পরিচিত ইউসাকু মায়েজাওয়া। জাপানের সবচেয়ে বড় অনলাইন ফ্যাশন বিক্রেতা প্রতিষ্ঠান জোজোর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ৪২ বছর বয়সী মায়েজাওয়া। স্পেসএক্স কোম্পানির বিগ ফ্যালকন রকেটটির কাজ চলছে। ২০২৩ সালের মধ্যে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। ইউসাকু মায়েজাওয়া তার এই ভ্রমণে আরও ছয় বা আটজন শিল্পীকে বিনা খরচে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এক সংবাদ সম্মেলনে মায়েজাওয়া বলেন, আমি আমার এই অভিজ্ঞতা যতদূর সম্ভব আরও বেশি মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এজন্য আমি চাঁদে কিছু শিল্পীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।
×