ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির লেনদেন স্থগিতের সময় বাড়ল

প্রকাশিত: ০৬:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

তিন কোম্পানির লেনদেন স্থগিতের সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেনের স্থগিতাদেশ আরও ১৫ দিন বাড়াল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হচ্ছে মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচিত কোম্পানিগুলোর লেনদেন গত আগস্টের মাঝামাঝি সময়ে ৩০ কার্যদিবসের জন্য স্থগিত করেছিল কমিশন। বিএসইসি এসব কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করছে। ওই সময় ৫ কোম্পানিকে স্পটে দেয়া হয়েছিল। কোম্পানিগুলো হচ্ছে-মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে এ্যান্ড কিউ লিমিটেড। এর মধ্যে কয়েকদিন আগে ড্রাগন সোয়েটারকে লেনদেনের অনুমতি দিয়েছে কমিশন। ওই সময় ২ কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। কোম্পানিগুলো হচ্ছে-লিগ্যাসি ফুটওয়্যার এবং বিডি অটোকারস। এসব কোম্পানির শেয়ার দর দীর্ঘদিন অস্বাভাবিকভাবে বাড়ছে। সূত্র বলছে, ৩০ দিন পার হওয়ার পর নিয়ন্ত্রণ সংস্থা এসব কোম্পানির লেনদেন স্থগিতের সময় ১৫ দিন বাড়াল। আগামীকাল ১৮ সেপ্টেম্বর থেকে এসব নির্দেশনা কার্যকর হবে। এই নির্দেশনা উভয় স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেয়া হয়েছে।
×