ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাইডারদের কমিশন দিচ্ছে না সহজ

প্রকাশিত: ০৬:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৮

রাইডারদের কমিশন দিচ্ছে না সহজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জীবনটাকে সহজ করতে অনলাইনে বাসের টিকেট বিক্রি করে বেশ জনপ্রিয় হলেও রাইড শেয়ারিং সেবা দিতে গিয়ে কঠিন করে ফেলেছে রাইডারদের জীবন ! নির্ধারিত সময় কমিশনের টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন রাইডার। ‘জীবনটাকে সহজ করুন’ স্লোগানে অনলাইনে বাসের টিকেট বিক্রি সেবা চালুর মধ্য দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে সহজ ডটকম। পরবর্তীতে রাইড শেয়ারিং সেবা যুক্ত করে নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয় চলতি বছরের ২১ মে। রাইডার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী ঢাকায় এখন বেশ কয়েকটি মোটরবাইক ও কার রাইড শেয়ারিং কোম্পানি সেবা দিচ্ছে। এদের মধ্যে অনলাইনে বাসের টিকিট বিক্রয় প্রতিষ্ঠান সহজ যুক্ত হলেও গ্রাহকের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। যে কারণে তারা সেবা প্রদানে রাইডারদের তেমন কোন সুবিধাও দিতে পারছে না। উল্টো আটকে রাখছে কমিশনের টাকাও। সহজ রাইড ইউজার্স বাংলাদেশ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে নিজেদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন সহজ রাইডারগণ। সেখানে তুলে ধরেছেন নিজেদের অসুবিধা ও অভিজ্ঞতার কথা। সেখান থেকে কয়েকটি তুলে ধরা হলো। রাইডের কমিশন নিয়ে ফেসবুকে নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেছেন সময় সহজ’র রাইডার হারুন অর রশিদ। লিখেছেন, রাইডার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সহজ নামের কঠিক এ্যাপস ইদানীং প্রমোশনাল অফার দিয়ে বাটপাড়ি শুরু করেছে। প্রতিদিন নতুন নতুন অফারে লোভ দেখিয়ে রাইড দেয়ার পর টাকা দেয়া তো দূরের কথা ফোনও ধরে না। সাব্বির আহমেদ নামের এক রাইডার লিখেছেন, সব সহজ রাইডার ভাইদের অবগতির জন্য জানাচ্ছি, সহজ রাইডার কোম্পানি ভাঁওতাবাজি শুরু করেছে। আমার রাইড শেয়ারিংয়ের টাকা সহজ দিচ্ছে না। ১৫ দিন যাবত ঘোরাচ্ছে, কষ্ট করে রাইড দেয়ার কি কোন মূল্য নাই। খুব সাবধান রাইডার ভাইয়েরা। নাভিল এহসান লিখেছেন, কমিশনের টাকা না দিয়ে তিনবার আমার একাউন্ট সন্দেহজনক বলে এসএমএম দিয়েছে সহজ। আমার টাকার দরকার নাই। এই টাকা সহজকে দান খয়রাত করলাম। ফুয়াদ সৌরভ নামের একজন ফেসবুকে লিখেছেন, রাইডারদের ডিসকাউন্টের টাকা কি আসলেই বিকাশ করে পাঠায় সহজ! সহজ কর্তৃপক্ষের উদ্দেশে রায়হান মুরাদ লিখেছেন প্রতিদিনের পেমেন্টের টাকা প্রতিদিন দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে না কেন। শুদ্ধাচার পুরস্কার পাবেন আর্থিক প্রতিষ্ঠান কর্মকর্তারাও অর্থনৈতিক রিপোর্টার ॥ শুদ্ধাচার চর্চায় ব্যাংক ও সরকারী দফতরগুলোর মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদেরও পুরস্কার দেয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, শুদ্ধাচার চর্চায় সরকারের কার্যক্রমের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহেও শুদ্ধাচার কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার দেয়া নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে।
×