ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

প্রকাশিত: ০৬:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বেনাপোলে ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল রেলস্টেশনের পাশ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ফেসওয়াশ, শনপাঁপড়ি ও আতশবাজি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার এসব পণ্য উদ্ধার করা হয়। বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মেহেদী হাসান জানান, চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য সীমান্তপথে এনে রেল স্টেশনের পাশে অব¯'ান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি। জনতা ইন্স্যুরেন্সের বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের জনতা ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার রবিবার (১৬ সেপ্টেম্বর) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়।
×