ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে কর্নেল জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ০৬:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে কর্নেল জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হিসেবে দায়িত্ব নিলেন কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম। তিনি সোমবার কর্মস্থলে যোগ দিয়েছেন। নতুন কর্মস্থলে যোগ দিয়েই তিনি সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম, এএফডব্লিউসি, পিএসসি কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, পিএসসির স্থলাভিষিক্ত হলেন। কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম, কর্নেল স্টাফ, ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাস নিযুক্তি থেকে প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি র‌্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর ২৯তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ এবং ১৬ ইস্ট বেঙ্গলের বিভিন্ন পদসহ ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একটি পদাতিক ব্রিগেডে জিএসও-৩ (অপস্), সেনাসদরের মিলিটারি অপারেশনস্ পরিদফতরের জিএসও-২ (অপস্) এবং পদাতিক পরিদফতরের জিএসও-১ এর দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি আর্মস ফোর্সেস ডিভিশন (এএফডি) এর জিএসও-১ (জয়েন্ট অপারেশন) এর দায়িত্ব পালন করেন।
×