ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢামেকের অর্থ আত্মসাত ॥ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

প্রকাশিত: ০৬:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ঢামেকের অর্থ আত্মসাত ॥ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের টিকেট বিক্রির ৫৯ লাখ ১০ হাজার ৬০১ টাকা আত্মসাতের অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মঙ্গলবার ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগটি অনুসন্ধান করেছেন দুদকের উপসহকারী পরিচালক মোঃ নূরুল ইসলাম। এই মামলাগুলোয় আসামি করা হচ্ছে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ (প্রশাসনিক সংযুক্তি) আজিজুল হক ভুইয়া, সাবেক এমএলএসএস (বর্তমানে ক্যাশিয়ার) মোঃ আলমগীর হোসেন, সাবেক এমএলএসএস (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) মোঃ আঃ বাতেন সরকার, জরুরী বিভাগের সাবেক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ব্ল্যাড ব্যাংক শাখা) মোঃ শাহজাহান, সাবেক এমএলএসএস (বর্তমানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) মোঃ আবু হানিফ ভুইয়া, জরুরী বিভাগের অফিস সহকারী (বর্তমানে ফরম শাখা) মোঃ হারুনর রশিদ।
×