ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার ॥ ৬ মাসের দণ্ড

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে দুই ভুয়া ডাক্তার গ্রেফতার ॥ ৬ মাসের দণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ সেপ্টেম্বর ॥ শহরের কলেজ রোড এলাকা ও সদর উপজেলার হাউসদি বাজার থেকে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। ভুয়া ডাক্তারি সনদের মাধ্যমে চিকিৎসা সেবাদান করায় ঐ দুই ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। র‌্যাব-৮ সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহরের কলেজ রোড সংলগ্ন নিরাময় হাসপাতালের পাশে ‘দৃষ্টি সেবা (চক্ষু পরিচর্যা কেন্দ্র) মেডিক্যাল হলো’ নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভুয়া ডাক্তার এমএম নূরুল ইসলামকে (৪৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি ভুয়া ডাক্তারি সনদ উদ্ধার করা হয়। পবরর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন কর্তৃক ধৃত আসামির বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন। কারাদ-প্রাপ্ত ভুয়া ডাক্তার সদর উপজেলার চরফতেবাহাদুর গ্রামের মোঃ সাহেব মালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কলেজ রোড এলাকায় নিজস্ব চেম্বারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এদিকে সদর উপজেলার হাউসদি বাজারে সঞ্জয় হালদার (৩৪) নামের আরেক ভুয়া ডাক্তার সীমান্ত মেডিক্যাল হলো নামক চেম্বার খুলে অসংখ্য মানুষকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছেন। চিকিৎসাদানের ক্ষেত্রে তিনি রোগ নির্ণয়ের জন্য ল্যাপটপ ও ডিভাইসের ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে তিনি হৃদরোগ, কিডনি, ফুসফুস, যকৃৎ এর সমস্যা, ডায়াবেটিস, টিউমার, ক্যান্সারসহ সব প্রকার জটিল ও কঠিন রোগ নির্ণয় করে চিকিৎসা দেন। ভুয়া ডাক্তার হাউসদি এলাকার নগেন হালদারের ছেলে। র‌্যাব আরও জানায়, অপারেশনে প্রতারণা শনাক্তে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোঃ খলিলুর রহমানের সহযোগিতা নেয়া হয়। পরে গ্রেফতারকৃতদের প্রত্যেককে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
×