ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগর ট্র্যাজেডির এক যুগ আজ

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সাগর ট্র্যাজেডির এক যুগ আজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ সেপ্টেম্বর ॥ আজ সেই ভয়াল ১৯ সেপ্টেম্বর। সাগর ট্র্যাজেডির এক যুগ। পটুয়াখালীর সাগরপারের জনপদ কলাপাড়াসহ উপকূলবাসীর কাছে বেদনাদায়ক স্মরণীয় দিন। বিশেষ করে জেলে পেশার মানুষের কাছে এই দিনটি সবচেয়ে শোকাবহ হিসেবে পরিচিত। ২০০৬ সালের এই দিনে সাগরের ভয়াল ঢেউয়ের তা-বে প্রাণ হারায় শতাধিক জেলে। ল-ভ- করে ডুবিয়ে দেয় শতাধিক জেলের ট্রলার। এখনও নিখোঁজের তালিকায় রয়েছে অনেক জেলের নাম। স্বজনহারা এসব পরিবারে এই দিনটিতে চলে শোকাবহ অবস্থা। কলাপাড়ায় জেলে গ্রামগুলোয় স্বজন হারানো পরিবারের কান্না আজও থামেনি। ভয়াল ওই ঝড়ে ট্রলারডুবিতে পিতা হয়েছে সন্তানহারা। স্ত্রী স্বামীহারা, আর সন্তান হারিয়েছে তাদের উপার্জনক্ষম বাবাকে। এদের একেকটি দিন কাটে এখনও অর্ধাহার আর অনাহারে। অনেকের স্কুলগামী সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গোটা পরিবার অসহায় হয়ে গেছে। এদের খবর রাখে না কেউ। এসব পরিবারের স্ত্রী-সন্তানরা ২০০৬ সালে খাদ্য ও আবাসন সমস্যার সমাধানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণে কলাপাড়া- কুয়াকাটা সড়কের মানববন্ধন, সড়ক অবরোধসহ স্মারকলিপি প্রদানের মতো বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানকার জেলে, মৎস্যজীবীসহ হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু কেউ কর্ণপাত করেনি। অনেকে পরিণত হয়েছে মাছের খাবারে। এমন হতভাগাদের মধ্যে একজন ছিলেন সেলিম মাঝি (৪৮)। লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামের স্লুইসঘাট এলাকায় বাড়ি। ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বরের ঝড়ে সাগরে ট্রলারডুবিতে মারা গেছেন। সরকারী হিসাবে নিখোঁজ। লাশের দেখাও পায়নি স্ত্রী সন্তানেরা। এফবি সাগর বোটের মাঝি ছিলেন সেলিম। এ পরিবারের সবার সিদ্ধান্ত ছিল আর কাউকে সাগরে পাঠাবেন না মাছ শিকারে। কিন্তু বাপরে গিলে খাওয়া সেই সাগরে আবারও জীবিকার টানে ছুটছেন ফের এক ছেলে বশির। আর্থিক অসহায়ত্ব এদের ধাওয়া করছে প্রতিনিয়ত। ভয়াল এই ট্র্যাজেডির স্মরণে জেলে পল্লীতে স্বজনেরা করছেন বিশেষ মোনাজাত। ওই সময় তৎকালীন চারদলীয় সরকারের চরম উদাসীনতা আর দায়িত্বহীনতার কারণে হতভাগা জেলেদের যেসব লাশ ভেসে আসে তার অনেকের শেয়াল কুকুরে খেয়ে ফেলে। শুধুমাত্র সৎকারের অভাবে এমনটি হয়েছিল। ওই সময়ে দৈনিক জনকণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় হয়। এমনকি তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সংসদে উত্থাপন করলে সে সময়কার সরকার প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরী সফরে কলাপাড়ায় এসে জেলেদের ক্ষতিপূরণসহ সব সহায়তার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত দুই সরকারের কেউ এসব পরিবারের সহায়তায় কিছুই করেনি।
×