ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মিথ-ওয়ার্নারের গুরুত্ব

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

স্মিথ-ওয়ার্নারের গুরুত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়া ইংল্যান্ড সফরে ভরাডুবি হয় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন অসিদের। আগামী বছর সেখানেই শিরোপা ধরে রাখার মিশনে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে। তার আগে দল গুছিয়ে নিতে স্মিথ ও ওয়ার্নারকে যত দ্রুত সম্ভব দলে চাইছেন গ্রেট শেন ওয়ার্ন, ‘আমি মনে করি তারা ফিরে আসবে, তাদের আমাদের দরকার, খুবই দরকার। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, আমাদের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। সুতরাং নিদারুণভাবে তাদের আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজনেই ওদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে।’ বলেন তিনি। ওয়ার্ন আরও যোগ করেন, ‘হ্যাঁ আইন বলছে তাদের জন্য এক বছর ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস ওরা যে রকমের প্রতিভাবান তাতে সবসময়ই সেরা হিসেবে ফিরতে পারবে। তবে বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গড়তে চাইলে তাদের দ্রুতই ফেরানো প্রয়োজন। জানি না তারজন্য কোন নিয়ম আছে কি না, যা ক্রিকেট বোর্ড ভেবে দেখতে পারে। দলে এখন কোন ব্যাটসম্যানই নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে আমি মনে করি না। সকল পজিশনই ভীষণ নড়বড়ে।’ গত মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করার পর স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এ পর্যন্ত টিম পেইনের অধীনে অস্ট্রেলিয়া একটি টেস্ট ও পাঁচ ওয়ানডেসহ ছয় ম্যাচের সবকটিতে হারলেও তাকে নিয়ে তেমন কিছুই বলেননি ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার বলেন, ‘অস্ট্রেলিয়ার নিয়ম হচ্ছে সবসময়ই সেরা দল গঠন। দলে পাইনের জায়গা পাওয়া উচিত কিনাÑ সে বিষয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। এই মুহূর্তে সে-ই অধিনায়ক। অস্ট্রেলিয়ান হিসেবে সবসময়ই উচিত আমাদের সেরা দল নির্বাচন করা এবং এরপর তার মধ্য থেকে অধিনায়ক, সহ-অধিনায়ক নির্বাচন করা।’ তবে অভিজ্ঞ অফস্পিনার নাথান লেয়নকে দায়িত্ব দিলে মন্দ হবে না বলেই মনে করেন তিনি। ওয়ার্ন যোগ করেন, ‘সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং দলে ব্যতিক্রমধর্মী খেলোয়াড়। স্পিনাররা সাধারণত খেলা সম্পর্কে ভাল ধারণা রাখে। নাথান খেলা সম্পর্কে অনেক ভাল বোঝে। ওকে অধিনায়কের দায়িত্ব দিলে হয়তো খারাপ হবে না।’ কানাডায় গ্লোবাল টি২০তে অংশ নেয়ার পর স্মিথ-ওয়ার্নার এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলছেন। স্মিথ ধরাবাহিক ভাল ব্যাটিং করছেন। মনেই হচ্ছে না সে আন্তর্জাতিক ও প্রাদেশিক ক্রিকেটের বাইরে আছেন। আর পরশু দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি হাঁকিয়ে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নারও। স্মিথের বিশ্বাস, সিপিএলে নিজের ফর্মটাকে আরও ঝালিয়ে নিতে পারবেন। আর ডেভিড ওয়ার্নারের লক্ষ্য আগামী বছর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাতকারে সেটিই বলেছেন তিনি। ওদিকে ওয়ার্নারের প্ররোচণায় মাঠে টেম্পরিংয়ের কলঙ্কিত ঘটনা যিনি বাস্তবায়ন করেছিলেন, সেই ক্যামেরন ব্যানক্রফটও দু’দিন আগে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও সবাই খেলার মধ্যে থাকতে চাইছেন। লক্ষ্য অভিন্ন, আবার জাতীয় জার্সিতে ফেরা। গ্রেট ওয়ার্নও সেটাই চাইছেন।
×