ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভীষণ হতাশ এ্যাঞ্জেলো ম্যাথুস

প্রকাশিত: ০৭:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ভীষণ হতাশ এ্যাঞ্জেলো ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ ইতিহাসের অন্যতম সফল দল শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নও তারা। অথচ এবার ১৪তম আসরে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিল এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সবমিলিয়ে যারপর নাই হতাশ লঙ্কান অধিনায়ক বলেন, ‘এমন পারফর্মেন্স সত্যি বেদনাদায়ক। প্রথম ম্যাচেও আমরা ১৫০ রানের আগে অলআউট হয়েছি। আফগানিস্তানকে অভিনন্দন। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’ প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রান ও দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে ৯১ রানের বড় ব্যবধানে হারে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে একেবারে পাত্তা পায়নি কোচ হাতুরাসিংহের শিষ্যরা। এমন লজ্জার পর লঙ্কান মিডিয়ার তোপের মুখে পড়েছে শ্রীলঙ্কা শিবির। যেমনটা তারা পড়েছিল পি সারা ওভালে বাংলাদেশের কাছে টেস্টে ধরাশায়ী হওয়ার পর। এশিয়া কাপে দুটি ম্যাচে চরম ভরাডুবির জন্য ব্যাটসম্যানদেরই দায় দেখছেন ম্যাথুস। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু মিডলওভারে আবার ব্যাকফুটে চলে যাই। বোলাররা ভাল করেছে। প্রথম ম্যাচের থেকে আজ (আফগানিস্তানের বিপক্ষে) ফিল্ডিংও ভাল হয়েছে। কিন্তু ব্যাটিং আমাদের ডুবিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল ক্রিকেট খেলেছি। এরপর এশিয়া কাপ নিয়ে আশা ছিল। কিন্তু এখানে ছেলেরা যেভাবে খেলেছে তা দেখে খুবই মর্মাহত। আমরা চাপ নিতে পারিনি। দুই ম্যাচেই ১৫০-এর বেশি করতে পারিনি। এটা খুব হতাশাজনক এবং বেদনাদায়ক।’ ওদিকে চরম ব্যর্থতায় লঙ্কান ক্রিকেটকে ধুয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম। গত বছর ঘরের মাঠ পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে টাইগারদের কাছে হারের পর লঙ্কান পত্রিকা দ্য আইল্যান্ড লিখেছিল, ‘ওভালে শ্রীলঙ্কান ক্রিকেটের সমাধি রচিত হয়েছে।’ পত্রিকাটি এবার যেন শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না। শিরোনাম করেছে : ‘শ্রীলঙ্কান ক্রিকেটের আরও অধঃপতন : আফগানদের কাছে হেরে সাবেক চ্যাম্পিয়নদের এশিয়া কাপ থেকে বিদায়’। খবরের শুরুতেই তারা লিখেছে : মঙ্গলবার আবুধাবির রাতটা ছিল শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বেদনার রাত। এক গর্বিত ক্রিকেট জাতি কিভাবে নিচু সারির দল আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল! পরপর দুই ম্যাচে ভয়াবহ পারফর্মেন্সের পর টানা পরাজয় হজম করা কঠিনই।’ দ্য পেপার শিরোনাম করেছে : আফগানরা গড়ল ইতিহাস আর লঙ্কানরা বাড়ি ফিরল তিন দিনে। আর লঙ্কান ট্যাবলয়েড মিরর তাদের ম্যাচ রিপোর্টের ভাঁজে ভাঁজে এই তথ্যগুলো জুড়ে দিয়ে নিজেদের বিস্ময় প্রকাশ করেছে। কি করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পাঁচবারের চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল, যে আফগানদের কাছে এর আগে কখনও হারেনি এশিয়ান ক্রিকেটের পরাশক্তিরা। পত্রিকাটির মন্তব্য, ‘দ্রুত ঘনিয়ে আসছে বিশ্বকাপের আসর, সামনে কঠিন কিছু ম্যাচও আছে। শ্রীলঙ্কাকে এখন আত্মানুসন্ধান করে ঘুরে দাঁড়াতে হবে, যদি ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের হাস্যাস্পদ করে তুলতে না চায়। নাকি এরই মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে!’
×