ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা হ্যান্ডবলে নড়াইল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:০৬, ১৯ সেপ্টেম্বর ২০১৮

মহিলা হ্যান্ডবলে নড়াইল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী আন্তঃবিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সমাপ্ত হয়। নওগাঁ ১৪-০৬ গোলে ফরিদপুরকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে। ফাইনালে নড়াইল ২০-১৮ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন নড়াইলের ঋতু খানম। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। স্কুল হ্যান্ডবল শুরু বৃহস্পতিবার স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ২৫তম আসর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্ট পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পোলার আইসক্রিমের মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান (বালক বিভাগ) গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক (বালক বিভাগ) সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন। এই আসরের বাজেট বালক বিভাগের জন্য ৬ লাখ দশ হাজার পাঁচ শ’ এবং বালিকা বিভাগের জন্য ৫ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। এই আসরে ঢাকা মহানগরীর ৩৬ স্কুল হ্যান্ডবল দল (বালক বিভাগে ২০টি এবং বালিকা বিভাগে ১৬টি) অংশ নেবে। সার্ভিসেস কুস্তির ফল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা। ঢাকার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বর্ণ জেতেন মেয়েদের ৬৫ কেজি ওজন শ্রেণীতে আনসারের লাকী, ৫৯ কেজিতে সেনাবাহিনীর শারমিন, ৫০ কেজিতে সেনাবাহিনীর ফরিদা পারভীন এবং ৭৬ কেজিতে আনসারের শ্রাবণী। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু।
×