ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৭:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস লন্ডন ঘুরে বিএনপির কোন লাভ হবে না। সংবিধানের একচুলও ব্যাত্যয় হবে না। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো যে সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে আসছে সেই রকম সরকারই বাংলাদেশে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং এ নিয়ে বিদেশে দৌড়ঝাঁপ করে কোন লাভ হবে না। হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করার পর মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারী, পাকিদের দোসর এমনকি পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার শাহ্ আজিজুর রহমানকে তার মন্ত্রিসভার প্রথম প্রধানমন্ত্রী করেছিলেন। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারণ করেছিল তাদের সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তার এ সব কর্মকাÐে প্রমাণ করে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে ছিলেন পাকিস্তানের দোসর। আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে এ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×