ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে সালাহ-ফিরমিনোরাদের জয়

প্রকাশিত: ১৮:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে সালাহ-ফিরমিনোরাদের জয়

অনলাইন ডেস্ক ॥ সালাহ-সাদিও মানে-ফিরমিনো বনাম নেইমার-এমবাপ্পে-কাভানি! কিংবা বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক দুই কোচ জার্গেন ক্লপ বনাম টমাস টাখেল। চ্যাম্পিয়নস লিগের শুরুতেই জিভে জল আনার মতো ম্যাচ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে যারা দর্শক হিসেবে ছিলেন তাদের কষ্ট কিংবা অর্থ খরচা উসুল হয়ে গেছে। জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে লিভারপুল-পিএসজি। আক্রমণ-প্রতি আক্রমণের ঝাপটা দিয়েছে দু’দলই। তবে ঘরের মাঠে শেষ হাসি হেঁসেছে লিভারপুল। শুরু থেকে শেষ অবধি বেশ রং পাল্টেছে ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাবের ম্যাচে। তবে তুলির শেষ আঁচড়টা টেনেছেন লিভারপুলের ব্রাজিল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। বদলি হিসেবে নেমে শেষ বাঁশির আগে গোল করে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি। নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে ময়দানি লড়াইয়ে জিতেছে সালাহ-ফিরমিনোরা। ম্যাচের পাঁচ গোল হয়েছে দুই অর্ধের দশ-দশ মোট বিশ মিনিটে। প্রথমার্ধের ৩০ থেকে ৪০ মিনিটে তিন গোল দেখেছে অ্যানফিল্ড। তার মধ্যে শুরুর দুই গোল করে এগিয়ে যায় অলরেডসরা। এরপর শেষ ১০ মিনিটে আবার দুই গোল। তার মধ্যে পিএসজি গোল করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু কিছুক্ষণ বাদে গোল করে শেষ হাঁসি হেঁসেছে জার্গেন ক্লপ এবং তার শিষ্যরা। পিএসজির ইতালিয়ান ভক্তরা হয়তো এ ম্যাচে শুরুতেই একটা ধাক্কা খেয়েছেন গোলবারের নিচে বুফনকে না দেখে। জুভেন্টাস থেকে পিএসজি এসেছেন ক্যারিয়ারের শেষ সময়ে। নেইমার-এমবাপ্পেদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিততে চান যে তিনিও। কিন্তু পিএসজির গোলবারের নিচে ছিলেন ফ্রান্সের আপোনসো। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি হজম করেন তিনি। এর মাত্র ছয় মিনিট পরে অ্যানফিল্ডের গ্যালারিতে গর্জন তোলেন মিলনার। তার পেনাল্টি থেকে করা গোলে ৩৬ মিনিটে ২-০ গোলের লিড নেয় লিভারপুল। কিন্তু অলরেডসদের স্বস্তিতে থাকতে দেননি নেইমার-কাভানিরা। ম্যাচের ৪০ মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান কমান পিএসজির মুনিয়ার। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে দু’দলই। কিন্তু গোল করতে পারছিল না সালাহ কিংবা নেইমাররা। গোল দেবতা হয়তো ম্যাচের রং শেষের জন্য জমিয়ে রেখেছিলেন। ম্যাচের ৮৩ মিনিটে দারুণ এক বল ধরে ঢুকে পড়েন ব্রাজিল তারকা নেইমার। বক্সের মধ্যে তার বল ধরে গোল করেন বিশ্বকাপ জেতা এমবাপ্পে। তার গোলে ২-২ এ সমতায় ফেরে পিএসজি। কিন্তু সমতার স্বস্তি নিয়ে লিভারপুল মাঠ ছাড়তে দেয়নি নেইমারদের। বদলি নামা রবার্তো ফিরমিনো শেষ বাঁশির আগে গোল করে ৩-২ ব্যবধানের জয় এনে দেন দলকে। গত মৌসুমের রানার্সআপরা এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করলো হাই ভোল্টেজ ম্যাচে দারুণ এক জয় নিয়ে। প্রথম ম্যাচে এর থেকে লিভারপুল কোচ-খেলোয়াড় কিংবা সমর্থকরা আর কিই বা চাইতে পারতো।
×