ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রকাশিত: ১৮:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

অনলাইন ডেস্ক ॥ রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরও একবার ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। পিএসভি আইন্দহোভেনকে উড়িয়ে দেওয়ার ম্যাচে তিনবার জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। কাম্প নউয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডাচ চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারায় বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। আর শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে ইউরোপের ক্লাব পর্যায়ের সেরা প্রতিযোগিতায় অষ্টম হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা। এত দিন রোনালদোর সঙ্গে সমান সাতটি হ্যাটট্রিকের রেকর্ড ছিল মেসির। রাশিয়া বিশ্বকাপে স্বরূপে জ্বলে উঠতে না পারা মেসি বার্সেলোনার জার্সিতে মৌসুমের শুরুটা করেছেন দারুণ। এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল হলো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের।
×