ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইবিতে ছাত্রী হলে পনি সংকট ॥ ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৯:৩১, ১৯ সেপ্টেম্বর ২০১৮

ইবিতে ছাত্রী হলে পনি সংকট ॥ ছাত্রীদের বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ের পানির দাবিতে বিক্ষোভ করেছে দেশরতœ শেখ হাসিনা হলের ছাত্রীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯ টা থেকে পানির দাবিতে হল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে হলের আবাসিক ছাত্রীরা। এদিকে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনা স্থলে উপস্থিত হন সহকারী প্রক্টর এস এম নাসিমুজজামান। এসময় ছাত্রীরা বালতি, বোতল ও জগ হাতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। হলের আবাসিক ছাত্রীরা জানায়, ‘হলের দক্ষিণ ব্লকে গত পাঁচদিন থেকে পানির সমস্যায় ভুগছেন তারা। তিন ঘন্টা পর পর পানি শেষ হয়ে যায়। দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিপাকে পরতে হচ্ছে তাদের। এবিষয়ে হল প্রভোস্টকে জানানো হলে তিনি সমস্যা সমাধান করে দিলেও ফের একই অবস্থার সৃষ্টি হয়।’ এদিকে রাত সাড়ে ১১ টার দিকে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ছাত্রীদের আশ^স্ত করে বলেন পানির সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন। পরে ছাত্রীরা তার কথায় আন্দোলন বন্ধ করে রুমে চলে যায়। এবিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘ট্যাংক ভর্তি পানি উঠানো হচ্ছে। কিন্তু পানিটা কিভাবে বের হয়ে যাচ্ছে গত পাঁচ দিন থেকেই ইঞ্জিনিয়ার অফিস তা শনাক্ত করার চেষ্টা করছে। তবে আশা করি খুব দ্রুত সমস্যা সমাধান হবে।’ বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলি আলিমুজ্জামান টুটুল বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা পুরো টিম কাজ করছি। আশা করি এরপর থেকে আর কোন হলে সমস্যা থাকবে না।’
×