ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে হতে পারে দু’টি পরিবর্তন

প্রকাশিত: ২০:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে হতে পারে দু’টি পরিবর্তন

অনলাইন ডেস্ক ॥ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা অন্য উন্মাদনা। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে দুই দেশ। আজ বুধবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। হংকংকে হারাতে বেগ পাওয়া রোহিতরা দলে গোটা দু’য়েক পরিবর্তন করতে পারে। দেখে নেওয়া যাক রোহিতদের সম্ভাব্য প্রথম একাদশ। রোহিত শর্মা: অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভাল খেলতে পারেননি হংকংয়ের বিরুদ্ধে। তবে রোহিতের অভিজ্ঞতা কাজে আসতে পারে আজ। শিখর ধাওয়ান: সাদা বলে ব্যর্থতা কাটিয়ে লাল বলে চেনা পরিবেশে ফের গর্জে উঠছে শিখরের ব্যাট। হংকংয়ের বিরুদ্ধে ধওয়নের ১২৭ ম্যাচ জেতাতে সাহায্য করেছে। অম্বতি রায়ুডু: হংকংয়ের বিরুদ্ধে ৬০ রান করেছেন। ভালই ব্যাট করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আজও সম্ভবত তিনি দলে থাকছেন। লোকেশ রাহুল: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করেছেন। আজ দীনেশ কার্তিকের বদলে বিশ্রামে থাকা রাহুলের খেলার সম্ভাবনা বেশি। মহেন্দ্র সিংহ ধোনি: হংকংয়ের বিরুদ্ধে শূন্য রানে প্যভিলিয়নে ফিরে গিয়েছেন, তবুও পাঁচ নম্বরের জন্য ধোনিই সেরা পছন্দ। পাকিস্তানের বিরুদ্ধে ধোনির খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে ভারতকে ভরসা দেবে। কেদার যাদব: মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে মোটামুটি সফল। স্পিনের হাতটাও খারাপ নয়। তাই পাকিস্তানের বিরুদ্ধে কেদার থাকবেন বলেই মনে করা হচ্ছে। ভুবনেশ্বর কুমার: ভারতীয় পেসের বড় ভরসা। তাই ভুবি সম্ভবত টিমে থাকবেন। যশপ্রীত বুমরা: শার্দুল ঠাকুরের বদলে পাকিস্তানের বিরুদ্ধে এই পেসারের খেলার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল বোলার বুমরা। আইসিসি ওয়ান ডে-র বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন। কুলদীপ যাদব: সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস এই চায়না ম্যান। হংকংয়ের বিরুদ্ধে পেয়েছেন ২টি উইকেট। যুজবেন্দ্র চাহাল: স্পিন আক্রমণের জোড়া ফলার অপর জন। কুলদীপের সঙ্গে চাহালের জুটি ক্লিক করলে পাক ব্যাটসম্যানদের রান তোলার কাজটা সহজ হবে না। হংকংয়ের বিরুদ্ধে পেয়েছেন ৩টি উইকেট। খলিল আহমেদ: অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনাও প্রায় নেই। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×