ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে দিনে দুপুরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

প্রকাশিত: ০০:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে দিনে দুপুরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে শিবচর পৌর এলাকায় দিনে দুপুরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ একদল চোর এ সময় নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। শিবচর থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় প্রতিদিনের মতো ব্যাংক কর্মকর্তা আশরাফ ইসলাম তার কর্মস্থল শিবচর বাজারস্থ অগ্রণী ব্যাংক বরহামগঞ্জ শাখায় চলে যায়। তার স্ত্রী স্কুল শিক্ষিকা নিলুফা ইয়াসমিন তার কর্মস্থল বড় দোয়ালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলে যায়। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে সঙ্গবদ্ধ একদল চোর সকাল ১১ টার দিকে বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা এ সময় ঘরের আলমারির তালা ভেঙ্গে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দুপুর ২ টার সময় ব্যাংক কর্মকর্তা দুপুরের খাবার খেতে বাসায় গেলে প্রথমে দরজার তালা ভাঙ্গা দেখে ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের ভিতরে থাকা আলমারির তালা ও অন্যান্য আসবাব পত্র ভাঙ্গা দেখতে পান। পরে তিনি শিবচর থানা পুলিশকে খবর দেন।
×