ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ০২:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১ অক্টোবর ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি তথা আইআইটি) পরীক্ষা হবে। ২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ); ৩ অক্টোবর ‘আই’ ইউনিটের (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা হবে। ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) ও ৯ অক্টোবর ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) পরীক্ষা হবে এবং ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা হবে। সর্বশেষ ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। কোনো দিন পাঁচটি, আবার কোনো দিন ছয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এদিকে, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থী। এ বছর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৪ হাজার ৭১০ জন, ‘বি’ ইউনিটে ৩৬ হাজার ৪৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ৪৯০ জন, ‘সি ১’ ইউনিটে ৯ হাজার ৬৩০ জন, ‘ডি’ ইউনিটে ৭২ হাজার ৯৫৩ জন, ‘ই’ ইউনিটে ২০ হাজার ১২৩ জন, ‘এফ’ ইউনিটে ৩২ হাজার ৬৮০ জন, ‘জি’ ইউনিটে ১০ হাজার ৫৮ জন, ‘এইচ’ ইউনিটে ১৮ হাজার ৬৯০ জন ও ‘আই’ ইউনিটে ৮ হাজার ১৬৫ জন শিক্ষার্থী। এবার প্রতি সিটের বিপরীতে লড়ছে ১৭০ জন ভর্তিচ্ছু।
×