ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর কেবিন দেখলেন কারা মহাপরিদর্শক

প্রকাশিত: ০৩:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বিএসএমএমইউর কেবিন দেখলেন কারা মহাপরিদর্শক

অনলাইন রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের কয়েকটি কক্ষ ঘুরে দেখেছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তির জন্য এই পরিদর্শন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। যোগাযোগ করা হলে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘আইজি প্রিজন মঙ্গলবার কেবিন ব্লকের কয়েকটি কক্ষ ঘুরে ঘুরে দেখেছেন। যে কক্ষগুলো তাঁর ভালো লেগেছে সবই ঘুরে ঘুরে দেখেছেন। তবে কবে নাগাদ ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হবে নাকি ভর্তি করা হবে না, তা জানি না।’ এসব ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী বলেন, ‘আইজি প্রিজন হাসপাতালে এসেছিলেন কি না, তা আমি জানি না। খালেদা জিয়াকে আগামীকাল নাকি অন্যদিন ভর্তি করা হবে সেটাও জানি না। আমাকে এই বিষয়ে কিছু জানানোও হয়নি।’ আপনারা খালেদা জিয়াকে কোন হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেছিলেন-জানতে চাইলে ডা. মো. আবদুল জলিল চৌধুরী বলেন, ‘আমরা সুপারিশপত্রে বলেছিলাম, তাঁকে (খালেদা জিয়া) যেন একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্ণনাতে বলা হয়েছিল, খালেদা জিয়ার জন্য যে সকল চিকিৎসা দরকার তার সব বিভাগই বেসরকারি হাসপাতালের চেয়ে স্পেশালাইজড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।’ বিএসএমএমইউতে আইজি প্রিজনের কক্ষ ঘুরে দেখার কারণ জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র এক জেল সুপার এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ব্যাপারে আমি কিছুই জানি না। এসব ব্যাপারে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানে। আর তাঁকে (খালেদা জিয়া) কবে নাগাদ ভর্তি করা হবে তাও বলতে পারছি না।’
×