ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লেবানন বধে আরেকধাপ এগিয়ে গেল বাংলার বাঘিনীরা

প্রকাশিত: ০৫:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

লেবানন বধে আরেকধাপ এগিয়ে গেল বাংলার বাঘিনীরা

রুমেল খান ॥ এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাহরাইনের পর এবার লেবাননকেও বড় ব্যবধানে উড়িয়ে দিল বাংলার বাঘিনীরা। বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৮-০ গোলে জিতেছে তারা। অপর ম্যাচে টুর্নামেন্টের ফেবারিট দল ভিয়েতনামের কাছে বাহরাইন হেরেছে ১৪-০ গোলের ব্যবধানে। বাংলাদেশ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচটা খেলবে এই ভিয়েতনামের বিপক্ষে। তাদের এই বড় জয় শক্তির জানান দিয়েছে লাল-সবুজ বাহিনীকে। ফলে ভিয়েতনামের এই জয় বাংলাদেশের জন্য সতর্কবার্তা। বুধবার ম্যাচ শেষে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন আগের ম্যাচের প্রসঙ্গ আসাতে বলেন, ‘কাউকে ছোট করার জন্য বলছি না। সত্যি বলতে কি, বাহরাইন যে ধরনের ফুটবল খেলছে এটা ফুটবলের মধ্যে পড়ে না। একটা দল দুর্বল হতে পারে। কিন্তু আমাদের সঙ্গে ম্যাচে তারা অকারণে সময় ক্ষেপণ করেছে। যে কারণে ওই ম্যাচে মেয়েদের মনোযোগ নষ্ট হয়েছিল (বাংলাদেশ জিতেছিল ১০-০ গোলে)। তবে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যেতে চাই। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’ টুর্নামেন্টে অন্যতম হট ফেবারিট দল বাংলাদেশ। এর পরেই যাদের শক্তিধর হিসেবে ধরা হচ্ছে তারা হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশ-লেবানন ম্যাচ শেষে লেবাননের কোচ হ্যাগপ ডেমিরজিয়ান বলেন, ‘আমি মনে করি আমাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ। অন্য যে দলটি দ্বিতীয়পর্বে খেলতে পারে তারা হচ্ছে ভিয়েতনাম। তবে আমাদের সম্ভাবনাও এখনও শেষ হয়ে যায়নি। আমাদের পয়েন্ট বেশি (৬) আছে। এখনও আমাদের সুযোগ আছে বেস্ট রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে যাবার।’ বাংলাদেশ কোচ ছোটন আরও বলেন, ‘আমাদের প্রয়োজন ছিল দ্বিতীয় ম্যাচে জয় বা তিন পয়েন্ট। লেবানন আগের দুটি ম্যাচে খুব ভালভাবে জিতেছে অনেক গোলের ব্যবধানে। আমাদের টার্গেট ছিল বুধবারের ম্যাচে জয়। সেটা করতে পারলে ভাল অবস্থানে যাব। মেয়েরা অসাধারণ ফুটবল খেলে জয় এনে দিয়েছে। আমরা এখন একটা ভাল অবস্থায় আছি।
×