ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ খণ্ডাতে হবে

বদলে যাচ্ছে পুলিশ, বেড়েছে জনবল দক্ষতাও

প্রকাশিত: ০৫:৪৬, ২০ সেপ্টেম্বর ২০১৮

বদলে যাচ্ছে পুলিশ, বেড়েছে জনবল দক্ষতাও

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের নেতৃত্ব বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বদলে দেয়া হয়েছে পুলিশ বাহিনী। বর্তমান সরকারের আমলে গত ৪ বছরে পুলিশের জনবল বৃদ্ধি পেয়েছে ৪০ হাজার। পুলিশের জনবল বাড়ানোর পাশাপাশি ক্ষেত্র, পরিধি ও সেবার মান বাড়ানো হয়েছে। পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তন এসেছে। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে পুলিশ বাহিনী। বর্তমান মহাজোট সরকারের সময়ে গঠন করা হয়েছে নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসপিবিএন, এন্টি টেররিজম ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইউনিট। পুলিশের বিশেষায়িত ইউনিট গঠন করে দক্ষতা বৃদ্ধি করা হয়েছে পুলিশ বাহিনীর। বিশেষ করে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনের সাফল্যের প্রশংসা অর্জন করেছে বিদেশেী রাষ্ট্রগুলোর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষেরও। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর ক্ষমতায় গিয়ে পুলিশকে বদলে ফেলার মহাপরিকল্পনা করে সরকার। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগ দেয়া হয়। পাশাপাশি ডিপার্টমেন্টাল ইন্সপেক্টরদের প্রথম শ্রেণীর মর্যাদার দাবিটিও পূরণ করে সরকার। এছাড়া আইজিপি পদকে থ্রি-স্টারে উন্নীত করে সিনিয়র সচিব এবং ৪ জন অতিরিক্ত আইজিপিকে দেয়া হয় সচিব পদ মর্যাদা। পুলিশের আবাসন বাসস্থান সমস্যা সমাধানের পাশাপাশি লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়। এক সময়ের হাজারো সমস্যা জর্জরিত পুলিশ বাহিনী এখন অনেকটাই স্বয়ং সম্পূর্ণ একটি বাহিনী হিসেবে গড়ে উঠছে। এতে পুলিশ বাহিনীর কর্মকা-ে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত ৪ বছরে পুলিশ বাহিনীতে নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসপিবিএন, এন্টি টেররিজম ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইউনিট চালু করার মতো আরও কয়েকটি বিশেষায়িত ইউনিট চালু করার প্রক্রিয়া চলছে। এসব ইউনিট গঠন করার ফলে নদীপথে নিরাপত্তার উন্নতি ঘটেছে, পর্যটনের ক্ষেত্রেও নিরাপত্তা বেড়েছে। পিবিআই বাংলাদেশের বহু পুরনো অনুদ্ঘাটিত অপরাধ রহস্য উদ্ঘাটন করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। একইভাবে পুলিশের কাউন্টার টেররিজম ও এন্টি টেররিজম ইউনিট দেশ থেকে জঙ্গীবাদ নিয়ন্ত্রণে গবেষণাধর্মী কাজ করে সফলতার দিকে এগোচ্ছে। আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দায়িত্ব নেয়ার পর দেশের থানাগুলোর সেবার মান উন্নয়নের নির্দেশ দেন। এতে দেশের থানাগুলোতে সেবার মান কিছুটা উন্নত হয়েছে। এখন আর সাধারণ ডায়েরি করতে পুলিশ টাকা দাবি করে না বললেই চলে। ডিউটি অফিসার যে কেউ জিডি করতে গেলে নিজেই লিখে জিডি এন্ট্রি করে নেয়। কিন্তু মামলা দায়েরের ক্ষেত্রে এতটা উন্নত হয়নি এখনও। এখনও অনেক থানা টাকা না পেলে মামলা নেয় না। তারা আসামির কাছ থেকে নগদ অর্থ নিয়ে উল্টো অভিযোগকারীর সঙ্গে দুর্ব্যবহার করে থাকে বলে পুলিশের সিকিউরিটি সেল ও আইজিপির কম্পেলেইন সেলে প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযোগ জমা হচ্ছে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনী এখন তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ আধুনিক একটি বাহিনী। সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করছে। সীমিত সম্পদের মধ্যে সরকার পুলিশ বাহিনীর উন্নয়নে যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এ সরকার চায় দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান। সরকার মনে করে পুলিশের সমস্যাগুলো সমাধান হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে। আর আইনশৃঙ্খলা ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকবে। দেশে বিদেশী বিনিয়োগ বাড়বে। ব্যবসায়ীরা নির্বিঘেœ নিজেদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে। পুলিশ কর্মকা- নিয়ে গবেষণা করেন এমন এক বিশেষজ্ঞ বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে বদলে ফেলার কাজটি করতে পারলেও রাজনৈতিক উদ্দেশে ব্যবহার যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ বাহিনীর সদস্যরা এখনও দুর্নীতির মধ্যে শীর্ষস্থান দখল করে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায়েরও অভিযোগ উঠছে অনেক। বিশেষ করে ডিবি পুলিশের নামে অনেক অপরাধজনক কাজ করার অভিযোগ উঠছেই। পুলিশ বাহিনীতে অনিয়ম দুর্নীতি যেন আকড়ে থাকার বিষয়টির মূল উপড়ে ফেলতে হবে। এতসব অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের জনবলের পাশাপাশি আকার ও কলেবর বাড়ানোর পাশাপাশি নতুন নতুন ইউনিট যুক্ত হওয়ায় কাজের ক্ষেত্র, পরিধির সঙ্গে পালা দিয়ে সেবার মানে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে এটা ঠিক। বিগত সরকারগুলোর উত্তরাধিকার সূত্রে পাওয়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগগুলোর সুরাহা করা গেলে পুলিশ বাহিনী আরও অনেক সুনাম ও খ্যাতি অর্জন করবে যা পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে যাবে বলে অপরাধ বিশেষজ্ঞদের দাবি।
×