ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার তাজিয়া মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

এবার তাজিয়া মিছিল ঘিরে বিশেষ নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালে হোসেনী দালানের তাজিয়া মিছিলে জঙ্গীদের বোমা হামলায় হতাহতের ঘটনা এবং সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তাজিয়া মিছিল ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা। এবারই সবচেয়ে বেশিসংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে হোসেনী দালান, ফরাশগঞ্জের বিবিকা রওজা, মোহাম্মদপুর ও মিরপুরের জেনেভা ক্যাম্পগুলোসহ আশপাশের এলাকায়। প্রস্তুত রাখা হয়েছে বিজিবিকে। হোসেনী দালানের আশপাশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাসা বাড়িতে নতুন অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। আশপাশের মেসগুলোর বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে। ইমামবাড়ার দুইটি ফটকে আর্চওয়ে মেটাল ডিটেক্টর, পুলিশ ও র‌্যাবের কন্ট্রোলরুম, হোসেনী দালানের নিজস্ব কন্ট্রোলরুম বসানো হয়েছে। এ ছাড়া আশপাশের উঁচু ভবন ও স্থাপনায় বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।
×