ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারের ইতিবাচক সিদ্ধান্তের পরেও আন্দোলনের হুঁশিয়ারিতে ক্ষোভ

প্রকাশিত: ০৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৮

সরকারের ইতিবাচক সিদ্ধান্তের পরেও আন্দোলনের হুঁশিয়ারিতে ক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটা সংস্কার বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের পরেও কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারিতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। তাদের এ ধরনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাধারণ ছাত্ররা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারী চাকরিতে সব ধরনের কোটা তুলে দেয়ার সুপারিশকে ইতিবাচক পদক্ষেপ বলে সচিব কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশায়ারি দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কোটা সংস্কার বিষয়ক পর্যালোচনা কমিটির ইতিবাচক সুপারিশ প্রদানের পরদিনেই সারাদেশে বিক্ষোভ কর্মসূচী করার ঘোষণা দেয় তারা। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাদের এ ধরনের বক্তব্যে ভিন্নমত পোষণ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিল বিষয়ে সুপারিশের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে চতুর্থ বর্ষের ছাত্র হাসান মাহমুদ বলেন, কোটা বিষয়ে সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে কোটা সংস্কার করবেন। তাঁর কথা তিনি রেখেছেন।
×