ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ছাগল সরাতে কপ্টার

প্রকাশিত: ০৫:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

ছাগল সরাতে কপ্টার

আজব প্রজাতির কিছু পার্বত্য ছাগল আছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওয়াশিংটনের অলিম্পিক জাতীয় উদ্যানে। বিশেষ প্রজাতির ছাগলগুলো রীতিমতো অভ্যস্ত হয়ে উঠেছে মানুষের ঘাম আর প্রস্র্রাব খেতে। শুধু তাই নয়, গত শতকের শুরুর দিকে ওই অঞ্চলের বাইরে থেকে নিয়ে যাওয়া ছাগলগুলো এর ভেতরে হুমকি হয়ে উঠেছে স্থানীয় গাছপালা ও প্রকৃতির জন্যও। শেষমেশ কী আর করা! দল বেঁধে শত শত ছাগলকে নির্বাসিত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সে নির্বাসন প্রক্রিয়া আবার আরেক কাঠি সরেস! প্রথমে ছাগলগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে দেয়া হচ্ছে চেতনানাশক, যাতে নড়াচড়া করতে না পারে। এর পর বেঁধে ফেলা হচ্ছে চোখ, যাতে কিছুই দেখতে না পারে। আর তারপর হেলিকপ্টারে দড়ি দিয়ে ঝুলিয়ে দলে দলে উড়িয়ে নেয়া হচ্ছে মানুষের বসতি থেকে দূরের পাহাড় জঙ্গলে ঘেরা আরেক উদ্যানে। -সিএনএন অবলম্বনে
×