ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেকারত্ব ঘোচাবে

প্রকাশিত: ০৫:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

বেকারত্ব ঘোচাবে

রোবট, এ্যালগরিদম কিংবা প্রযুক্তির মাধ্যমে হিসাবরক্ষণ পদ্ধতির বিকাশের ফলে এত দিন মনে করা হচ্ছিল যে এতে করে মানুষ বেকার হয়ে পড়বে। সারা বিশ্বে বিপুলসংখ্যক মানুষ হয়ে পড়বে কর্মহীন! কিন্তু তেমন উদ্বেগের কারণ নেই বলে সম্প্রতি বৈশ্বিক অর্থনীতি বিষয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা বিশ্ব অর্থনৈতিক ফোরাম জানিয়েছে। সংস্থাটির মতে, রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের ফলে মানুষের কর্মসংস্থানের যতখানি জায়গা দখল হয়ে যাবে, কাজের ক্ষেত্র তৈরি হবে তার চেয়ে দ্বিগুণ। দ্রুত বর্ধনশীল প্রযুক্তির উন্নয়নের ফলে আগামী এক দশকের মধ্যে মানুষের জন্য সারা বিশ্বে প্রায় ১৩ কোটি ৩০ লাখ চাকরির বাজার সৃষ্টি হবে।-বিবিসি অবলম্বনে
×