ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ গোলাম মোর্তূজা

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৬:০৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

মানুষ মানুষের জন্য

টাকার অভাবে মানুষ দুখী হয় আবার বেশি টাকা থেকেও এমন অনেক মানুষ পাওয়া যায় যে তারা অসুখী পৃথিবীর সদস্য। বিত্তের ছোবল অনেক মানুষরে চিত্ত তথা মনকে নষ্ট করে ফেলে। টাকা বা অর্থ থাকলে যে ভালো মন থাকবে তা কিন্তু নয়- আবার দরিদ্র্য দুখী মানুষের সেবা করার মানসিকতা থাকলে তিনি অর্থবান হবেন এমন কোনো কথা নেই। মানুষে-মানুষে প্রেম-প্রীতি-ভালোবাসা টাকার নিক্তিতে পরিমাপ করা যায় না। সৌহার্দ্য-সম্প্রীতি টাকা দিয়ে কেনা যায় না। এক্ষেত্রে মনকে একটু একটু হলেও এগিয়ে আসতে হবে। একজন পরিচিত ব্যক্তিকে দেখেছি যিনি ছিলেন কোটি কোটি টাকার মালিক। কিন্তু পবিত্র হজব্রত পালন করার উদ্যোগ তিনি নেননি। তবে এ কথাও বলে রাখা দরকার, অনেক বিত্তবান মানুষ তাদের বিত্তকে বৃত্তাবদ্ধ করে রেখেছেন- এটা পশুত্বের পরিচায়ক। মানুষ মানুষকে সাহায্য করবে, বিপদে পাশে গিয়ে দাঁড়াবে আর সহযোগিতার দুই হাত বাড়িয়ে দেবেন এটাই মনুষ্যত্বের পরিচয়। উপকার করতে গিয়ে যদি আবার আমারই কাছে বিপদ এসে যায়, এমনটা ভাবার লোকেরও অভাব নেই। আবার কারো কারো ধারণা, কারো কল্যাণে থাকবো না, পারলে অকল্যাণ করবো। এমন সর্বনাশা চিন্তা আমাদের মাথা থেকে বিদায় করা উচিৎ। মানুষের পরম ধর্ম হচ্ছে অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলানো, অপরের দুখে নিজেকে সমব্যথী করা। দিনে দিনে আমাদের বুদ্ধি বিকৃত হয়ে যাচ্ছে- এই বিকৃত বুদ্ধির অহমিকায় আমরা অন্যের মঙ্গল করা থেকে প্রায় বিরতই থাকছি। ফলে সমাজ থেকে শুভ চিন্তা, শুভ দৃষ্টি, শুভ সৃষ্টি জলাঞ্জলি যাচ্ছে। সমাজে মানুষে মানুষে ভেদাভেদ কেন? একই বিনিসুতোয় সমাজের বিচ্ছিন্ন কিংবা ভোগ বিলাসে পূর্ণ মানুষগুলোকে বাঁধা যাচ্ছে না কেন? এ রকম পরিস্থিতি চলতে থাকলে হয়তোবা আমরা এক সময় এক বিচ্ছিন্ন দ্বীপের নাগরিক হয়ে যে যার মতো করে বসবাস করবো। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করা। বিত্তবানদেরকে সর্বাগ্রে সুন্দর মনের পরিচয় দিতে হবে। তাদেরকে সমাজের অসহায়, গরিব, পরমুখাপেক্ষী মানুষগুলোর সামনে এসে আশার বাণী শোনাতে হবে- ওদের কল্যাণে নিজেকে করতে হবে নিবেদিত। অসহায়দের জীবনে লেগে থাকা দুঃখের প্রবালগুলোকে সরাতে হবে দু’হাতে। আর বিত্তবানদের জীবনে লেপটে থাকা জৌলুসের ছটা দিতে হবে গরিব দুখীদের জীবনে। রাজশাহী থেকে
×