ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপ চীনের

প্রকাশিত: ০৬:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপ চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা শুল্কারোপ করেছে চীন। তারা নতুন করে ছয় হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসিয়েছে। যুক্তরাষ্ট্র সোমবার ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্কারোপের পর চীন এ পদক্ষেপ নিল। খবর বিবিসির। চীন মার্কিন প্রেসিডেন্টের প্রতি অনুগত অঙ্গরাজ্যগুলোতে উৎপাদিত তরল প্রাকৃতিক গ্যাসের মতো পণ্যগুলোকে লক্ষ্য করে শুল্কারোপ করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বেজিং প্রভাব বিস্তার করতে পারে। তিনি বলেন, আমাদের কৃষক, খামার ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্য করে চীন সর্ববৃহৎ ও দ্রুত অর্থনৈতিক যুদ্ধের প্রতিশোধ নেবে। এর আগে তিনি পরামর্শ দিয়েছেন যে, চীন যদি পাল্টা কোন পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্র ২৬ হাজার সাতশ’ কোটি মার্কিন ডলারের শুল্কারোপের দিকে যাবে। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে চীনের সব রফতানি পণ্যই নতুন করে শুল্কের আওতায় পড়বে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন শুল্ক ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এরপর থেকে শুল্কারোপের প্রভাব পড়তে শুরু করবে। যা পূর্বের তুলনায় কম হবে। মার্কিন যেসব পণ্যে শুল্ক দিতে হবে তার মধ্যে রয়েছে ছোট বিমান, কম্পিউটার ও টেক্সটাইল। এতে ৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। অপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের আওতায় রাসায়নিক দ্রব্য, মাংস, গম ও ওয়াইন রয়েছে। বিপরীতে মার্কিন শুল্ক বসবে প্রায় ছয় হাজার পণ্যে। যা ওয়াশিংটনের পক্ষ থেকে সবচেয়ে বড় ধাপের বাণিজ্যিক শুল্কারোপ। এর প্রভাব পড়বে হ্যান্ডব্যাগ, চাল ও টেক্সটাইল পণ্যে। যদিও কিছু পণ্য যেমন স্মার্ট ওয়াচ ও হাই চেয়ারের ওপর শুল্ক শিথিল করা হয়েছে। প্রথম ধাপে এটি শুরু হবে ১০ শতাংশ করে। পরে এটি বেড়ে আগামী বছর ২৫ শতাংশ থেকে শুরু হবে। যদি দুদেশ কোন চুক্তিকে উপনীত হতে না পারে তবেই। সর্বশেষ এই শুল্কারোপের ফলে চীনা রফতানি পণ্যের প্রায় অর্ধেকের ওপর নতুন করে শুল্কারোপিত হলো। আগের শুল্কারোপের তালিকায় অবশ্য বিলাসবহুল পণ্য যেমন লাগেজ ও আসবাবপত্র ছিল। এর অর্থ দাঁড়ায় যে গৃহস্থালি পণ্য বেশি মূল্য দিয়ে কিনতে হবে। মার্কিন কোম্পানিগুলো ইতোমধ্যে জানিয়েছে, তারা তাদের ব্যবসায় উচ্চমূল্যের কারণে শঙ্কিত রয়েছে।
×