ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ি ॥ আহত ৩

প্রকাশিত: ০৬:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

লন্ডনে মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ি ॥ আহত ৩

উত্তর লন্ডনে বুধবার একটি মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখানো হচ্ছে না বলে মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে। ইন্ডেপেন্ডেন্ট। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এজন্য কাউকে আটক করা হয়নি। ক্রিকলউডের অক্সগেট লেনে মঙ্গলবার মধ্য রাতের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়ির ভেতর চারজন পুরুষ ও একজন নারী ছিল, তাদের বয়স ২০ এর কোঠায়। আলমজলিশ আল হুসাইনি ইসলামী সেন্টারে আসা লোকজনের সঙ্গে গাড়িতে থাকা ব্যক্তিদের ঝগড়া হয়েছিল। গাড়িটি এক জায়গায় পার্ক করা ছিল, তবে গাড়ি ভেতরে থাকা লোকজন মাদকাসক্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিল। তাদের সেখান থেকে সরে যেতে বলা থেকে বিতর্ক শুরু হয়। তারা তখন বর্ণবাদী মন্তব্য করেছিল। পুলিশ জানিয়েছে, গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। সেন্টারের ভেতরে থাকা লোকজন গাড়িতে হামলা চালায়। আহত তিনজনের মধ্যে একজনের বয়স ৫০ এর কোঠায় তিনি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
×