ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

শোকাচ্ছন্ন শহর কেন্টাকির র‌্যাবিট হাস শহরটি এর লুসি লুউ (১২) মেয়রের জন্য পরিচিত। শহরের লোকজন এখন তাদের মেয়রের মৃত্যুতে শোক পালন করছে। প্রথম মাদি কুকুর হিসেবে লুসি লুউ এতদিন দায়িত্ব পালন করেছে। ১০ সেপ্টেম্বর সে মারা যায়। দ্য এনকুইয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, র‌্যাবিট হাসের প্রথম স্ত্রী মেয়র লুসি লুউ ১০ সেপ্টেম্বর মারা গেছে। লুসির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। জাপানী টেলিভিশন ‘সিবিএস সানডে মর্নিং’ সচিত্র প্রতিবেদন করে। ওহিও নদীর তীরে অবস্থিত শহরটির তৃতীয় মেয়র নির্বাচিত হয়েছে কোলি নামের একটি কুকুর। -এবিসি নিউজ সবচেয়ে বড় রোবট ব্রিটেনের হ্যাম্পশায়ারের ইঞ্জিনিয়ার ম্যাট ডেনটন ছয় পায়ে হেঁটে চলা একটি রোবট তৈরি করেছে। যা বিশ্বের সবচেয়ে বড় বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে। স্টার ওয়ারর্স সিনেমা ডেনটনকে ছয় পায়ে হেঁটে চলা রোবট উদ্ভাবনে উৎসাহ জুগিয়েছে। এক ঘোষণায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ম্যাট ডেনটনের তৈরি রোবটটি বিশ্বের সবচেয়ে বড় ছয় পায়ের রোবট। যা এখন থেকে ডেনটনের রোবট নামে পরিচিতি পাবে। যার নাম রাখা হয়েছে ম্যান্টিস। ককপিটে বসে একজন চালক রিমোট কন্ট্রোলের মাধ্যমে একে চালাতে পারবে। রোবটটির ওজন ৪,১৮৮ পাউন্ড। -ইউপিআই ডট কম
×