ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৩ হাজার পোস্টমর্টেম

প্রকাশিত: ০৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৮

২৩ হাজার পোস্টমর্টেম

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কিছু দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের দেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন ইংল্যান্ডের ফরেনসিক প্যাথলজিস্ট ডাঃ রিচার্ড শেফার্ড। দীর্ঘদিন যাবত এই কাজ করার ফলে দেখা দিয়েছে নানা ধরনের মানসিক জটিলতা। তার অনুমান অনুযায়ী তার ক্যারিয়ারে ২৩ হাজারেরও বেশি পোস্টমর্টেম করেছেন তিনি। এর মধ্যে ব্রিটিশ রাজবধূ ডায়ানার মরদেহের পোস্টমর্টেমও ছিল -বিবিসি আশুরার মিছিলে নিষেধাজ্ঞা ভারতের জম্মু-কাশ্মীরে মহররমের শোক মিছিল প্রতিহত করতে শ্রীনগরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারপ্রশাসনের পক্ষ থেকে রাজধানী শ্রীনগরের বিভিন্ন এলাকায় ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। কর্মকর্তা সূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা বজায় রাখতে শ্রীনগরের কোটিবাগ, মৈসুমা, ক্রালখুদ, শহীদগঞ্জ, বাটমালু, করননগর, রাম মুন্সিবাগ, শেরগারি, নেহরু পার্ক প্রভৃতি থানা এলাকায় ১৪৪ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীনগরের জেলা প্রশাসকের পক্ষ থেকে শহরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সড়কে ব্যারিকেড স্থাপন করেছে। -ইয়াহু নিউজ
×