ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেশিনারিজ আমদানি করবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৬:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৮

মেশিনারিজ আমদানি করবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নতুন ব্রান্ডের মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩টি নতুন মেশিনারিজ কিনবে। কোম্পানিটি জিই জেনাচার ন্যাচারাল গ্যাস জেনেট (অস্ট্রিয়া), রোটারি স্ক্রিন ইন্ডরিং ৬৪০ এমএম (২০৮০ পিসি) (ইতালি) এবং হাইড্রো এক্সট্রাক্টর মেশিন (ইতালি) নামে এসব মেশিন আমদানি করবে কোম্পানিটি। কোম্পানিটির মেশিন কিনতে মোট ৪ লাখ ৭২ হাজার ৫৯২ ইউরো ব্যয় হবে। -অর্থনৈতিক রিপোর্টার নতুন স্পিনিং ইউনিট চালু করবে সিমটেক্স সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ১৮০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন স্পিনিং ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কোম্পানিটির পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন ইউনিটটিতে প্রত্যেকদিন গড়ে ১৫ মেট্রিক টন সুইং থ্রেড উৎপাদনে সক্ষম হবে। যা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭৫ শতাংশ কাঁচামালের চাহিদা পূরণ করবে। বুধবার লেনদেন শেষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর দাঁড়িয়েছে ৪৬.২০ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×