ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ২০ সেপ্টেম্বর ২০১৮

টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্যারিসে ১৭-২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় চার দিনব্যাপী টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। সর্বমোট ২১টি বাংলাদেশী তৈরি পোশাক, ফ্যাব্রিক ও চামড়া জাত পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং, প্যারিস হলো বাংলাদেশের তৈরি পোশাক ক্ষেত্রের জন্য সবচেয়ে ভালো একটি সুযোগ, যা শুধু ফ্রান্সে না, সমগ্র ইউরোপে তাদের মার্কেট শেয়ার বাড়িয়ে নেবার জন্য অত্যন্ত সাহায্য করে। টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্যারিসের এই প্রদর্শনীকে বলা হয় বাংলাদেশী রফতানিকারকদের জন্য ইউরোপে এ্যাপারেল সোর্সিংয়ের সবচেয়ে কার্যকর বাণিজ্যিক প্রদর্শনী, কেননা এখানে বরাবরই প্রচুর দর্শক সমাগম হয়। সেপ্টেম্বর ২০১৮ সালের টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্রদর্শনীতে লেদার ওয়ার্ল্ডের প্রদর্শক সহ মোট ১৭৪২ জন প্রদর্শক অংশ নেয়। এতে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫,০০০ এরও বেশি দর্শনার্থী প্রদর্শনী দেখতে আসেন। সমগ্র ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শনার্থী এবং ক্রেতাদের সমাগম হয় যাদের অনেক বড় একটি অংশ এসেছে ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইতালি এবং জার্মানি থেকে। বাংলাদেশ থেকে অংশ নেয়া ২১ জন প্রদর্শকের মধ্যে ৯ জন নিটওয়ার পণ্যের, ৪ জন ডেনিমজাত পণ্যের, ৫ জন ফ্যাব্রিক এবং ৩ জন চামড়া জাত পণ্যের প্রস্তুতকারক। সেপ্টেম্বর ২০১৮ এর টেক্সওয়ার্ল্ড এ্যাপারেল সোর্সিং প্যারিস প্রদর্শনীতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ব্যানারে বাংলাদেশ তার সপ্তম জাতীয় প্যাভিলিয়ন পেয়েছে। বাংলাদেশের স্টলগুলোতে ছিল দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য ইউরোপিয়ান এবং মধ্য এশিয়ার দেশ থেকে আসা দর্শনার্থী এবং ক্রেতাদের বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত প্রশ্নে প্রদর্শকেরা ব্যস্ত ছিলেন মেলার পুরো সময় জুড়েই। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিজিএমইএ) টেক্সওয়ার্ল্ড এ্যাপারেলস সোর্সিং প্যারিসকে সব সময়েই নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করে আসছে, শুধু তাই নয়, বিজিএমইএ তার সদস্যদের এই প্রদর্শনীতে অংশ নিতে প্রতিবারই উদ্বুদ্ধও করে। বাংলাদেশী পণ্যের প্রস্তুতকারকদের জন্য বুধবার মোট দুইটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ফ্যাশন শো এ যাবের এ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস তাদের পণ্যের প্রদর্শনী করে এবং দ্বিতীয় ফ্যাশন শো এ বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য সকল প্রদর্শক তাদের পণ্য মেলে ধরে সারাবিশ্বের ক্রেতা ও দর্শকের সামনে। প্রদর্শনী সম্পর্কে যাবের এ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস এর ব্র্যান্ড এবং কাস্টমার কেয়ারের ম্যানেজার অনল রায়হান জানান, এবারের টেক্সওয়ার্ল্ড প্যারিসে তারা শুধু প্রদর্শনীতেই অংশ নিচ্ছেন না, এছাড়াও অংশ নিচ্ছেন অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম যেমনঃ ফ্যাশন শো, সেমিনার, ট্রেন্ড ফোরাম ইত্যাদিতেও। সব মিলিয়ে এই প্রদর্শনীটি তাদের বেশ ভালো লেগেছে। এ নিয়ে টেক্সটাইলস এর মার্কেটিং ডিরেক্টর এহসানুল হক বলেন, আমরা এই প্রদর্শনীতে অংশ নিয়েছি ডেনিম এবং নন ডেনিম পণ্য নিয়ে এবং আমাদের ক্রেতাদের থেকে খুব ভালো সাড়া পেয়েছি এই প্রদর্শনীতে।
×