ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লেস্টেশন কনসোল আবার ফিরিয়ে আনছে সনি

প্রকাশিত: ০৬:১১, ২০ সেপ্টেম্বর ২০১৮

প্লেস্টেশন কনসোল আবার ফিরিয়ে আনছে সনি

নিজেদের একদম শুরুর মূল প্লেস্টেশন কনসোল আবার ফিরিয়ে আনছে সনি, বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি এ খবর জানায়। ২৫ বছর আগে প্লেস্টেশন ক্লাসিক নামে এই ডিভাইস এনে ছিল জাপানী প্রতিষ্ঠানটি। গেইমিং খাতে স্বদেশীয় প্রতিষ্ঠান নিনটেনডো সনি’র আগে একই রকম পদক্ষেপ নিয়েছিল। নতুন করে আনা প্লেস্টেশন ক্লাসিকের দাম রাখা হবে ৯৯.৯৯ ডলার, এর সঙ্গে ২০টি আলাদা ঘরানার গেইমও থাকবে। এসব গেইমের মধ্যে ফাইনাল ফ্যান্টাসি ৭, টেকেন ৩, রিজ রেইসার টাইপ ৪ উল্লেখযোগ্য। চলতি বছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী এই ডিভাইস বাজারে ছাড়া হবে। ছোট এই কনসোলটির সঙ্গে ক্রেতারা দুটি ক্লাসিক প্লেস্টেশন ১ কনট্রোলার পাবেন। ২০টি গেইমের পুরো তালিকা এখনও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে। তবে সনি’র প্রেস বিজ্ঞপ্তিতে জাম্পিং গিস ও ওয়াইল্ড আর্মস-এর নাম উল্লেখ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ফিস এ্যান্ড কোং-এর আরও একটি শাখা জনপ্রিয় সিফুড রেস্টুরেন্ট চেইন ফিস এ্যান্ড কোং-এর আরও একটি শাখা চালু হয়েছে রাজধানীতে। গত সোমবার বনানীতে শাখার উদ্বোধন করলেন ওরিয়ন গ্রুপের পরিচালক আরজুদা করিম। উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজি (অব), ভাইস প্রেসিডেন্ট সাজেদ করিম, অপারেশন ম্যানেজার সাদ্দাম হোসেইন প্রমুখ। ফিস এ্যান্ড কোং সিঙ্গাপুর ভিত্তিক জনপ্রিয় একটি সিফুড রেস্টুরেন্ট চেইন যেটি বর্তমানে বাংলাদেশসহ ১১টি দেশে অবস্থিত। বিজ্ঞপ্তি
×