ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধ্য রাতে হামলায় আহত ৬

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে তীব্র স্রোত, ফেরি চলাচল বিঘ্নিত ॥ বহু যানবাহন আটকা

প্রকাশিত: ০৬:২১, ২০ সেপ্টেম্বর ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে তীব্র স্রোত, ফেরি চলাচল বিঘ্নিত ॥ বহু যানবাহন আটকা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার মধ্য রাতে ফেরিতে হামলা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ফেরি যমুনা ও টাগবোটের। হামলায় আহত হয়েছে ফেরির ৪ স্টাফ। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ঘাটে যখন একটি ফেরি আসে তখন জানানো হয় স্রোতের কারণে ফেরিটি আর কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যাবে না। এতেই ক্ষিপ্ত হয়ে ফেরিতে হামলা চালায়, ঘাটের বিভিন্ন পরিবহনের লাইনম্যান, সুপারভাইজার ও যাত্রী সাধারণ। দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার বলে পরিচিত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে নাব্য সঙ্কট ও তীব্র স্রোতের কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে কিছু দিন ধরে। ফলে এ নৌ-রুটের ১৮টি ফেরির মধ্যে এখন মাত্র ৪টি ফেরি চলাচল করছে। এ কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের প্রহর গুনছে হাজারো যানবাহন। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, প্রচ- স্রোতের কারণে এ রুটের ফেরি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এতে উভয় ঘাটে হাজারো যানবাহন আটকা পড়ে। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে অল্প সংখ্যক যানবাহন নিয়ে নানা প্রতিকূলতার মধ্যে ফেরি চালিয়ে এসে শিমুলিয়া ১ নং ফেরি ঘাটে নোঙর করে ড্রাম ফেরি যমুনা ও ফেরিটিকে বহনকারী আইটি-৩৯৪ টাগবোট। এ সময় ফেরিটি আর ট্রিপে যাবে না এমন সংবাদ শুনেই ফেরিটি আনলোড হওয়ার পূর্বেই স্থানীয় কাটা সার্ভিসের সুপার ভাইজার ও লাইনম্যানদের সহযোগিতায় পরিবহনগুলোতে থাকা যাত্রী ও সুপারভাইজাররা যমুনা ফেরিকে বহনকারী আইটি-৩৯৪ তে ঢুকে হামলা করে। এতে ফেরিটির মাস্টার জামশের আলী, সেকেন্ড মাস্টার মোঃ মোস্তাফিজ, সেকেন্ড ড্রাইভার নিজাম উদ্দিন, গ্রিজার রানা, লস্কর ও বাবুর্চিকে মারপিট করে লাইনম্যান ও পরিবহনের শ্রমিকরা। এ সময়ে ফেরিতে থাকা পানির কল (টিউবওয়েল), মোটর ও ফেরির স্টাফদের রুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এ দিকে প্রচ- স্রোত থাকায় ফেরিগুলো পরিপূর্ণ লোড নিয়ে পদ্মা পাড়ি দিতে পারছে না। যার ফলে ১৮টি ফেরির মধ্যে মঙ্গলবার মাত্র ৪ থেকে ৬টি ফেরি চলাচল করছে। তাও হালকা লোড নিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
×