ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোন রাজনৈতিক দল আমাদের বন্ধু নয় ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:২১, ২০ সেপ্টেম্বর ২০১৮

কোন রাজনৈতিক দল আমাদের বন্ধু নয় ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতা ছাড়ার পর একটি দিনও মুক্তভাবে রাজনীতি করতে পারিনি, আজও পারছি না। তবে, আগামী নির্বাচনে জয়ী হয়ে মুক্ত রাজনীতিবিদ হব। মানুষের ভাগ্যের পরিবর্তন করব, দেশে সুশাসন ফিরিয়ে দেব। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সহমর্মিতা আর ভালবাসার রাজনীতি উপহার দেব। বুধবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন সিটিতে দু’দিন ব্যাপী দলের তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, আমরা কখনও প্রতিহিংসার রাজনীতি করিনি। যারা প্রতিহিংসার রাজনীতি করে আমাকে জেলে দিয়েছে, আমার পার্টি ধ্বংস করতে চেয়েছে। আমরা তাদের কথা মনে রাখব। দেশের মানুষও তাদের কথা মনে রাখবে। নতুন প্রযুক্তি ব্যবহার করে ৫ কোটি ভোটারের কাছে যাব একথা জানিয়ে সাবেক সেনা প্রধান এরশাদ বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের কথাগুলো তুলে ধরব। আমার বিশ্বাস তারা আমাদের ভোট দিয়ে জয়ী করবে। ১৯৯৬ সালের নির্বাচনের কথা উল্লেখ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা সমর্থন না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসেতে পারত না। কিন্তু তাদের কাছে আমরা সুবিচার পাইনি, আমরা সবার কাছেই প্রতারিত হয়েছি। আমাকে জেলে পাঠিয়ে ৫ কোটি টাকা জরিমানাও করেছিল। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের বন্ধু আমরাই, কোন রাজনৈতিক দল আমাদের বন্ধু নয়। আমাদের প্রকৃত বন্ধু কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ। আমরা তাদের জন্যই রাজনীতি করি। তিনি আক্ষেপ করে বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের সাড়ে ৫ হাজার মামলা এবং আওয়ামী লীগ ৬ হাজার মামলা তুলে নিয়েছে। আমার নামের মামলাগুলো এখনও চলছে। জেল খেটেছি, কষ্ট পেয়েছি অনেক। আজ উজ্জীবিত জাতীয় পার্টির জাগরণ দেখে মনের সব কষ্ট দূর হয়েছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন ক্ষমতায় যেতে তোমরা প্রস্তুত? তখন সবাই সমস্বরে হাত তুলে সমর্থন ব্যক্ত করেন। এর আগে জাতীয় পার্টির দলীয় এ্যাপসের ওপর ধারণা দেন চেয়ারম্যানের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির।
×