ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এম এ হাসেম ও আমিন আহম্মেদ ভূঁইয়াকে দুদকে তলব

প্রকাশিত: ০৬:২২, ২০ সেপ্টেম্বর ২০১৮

এম এ হাসেম ও আমিন আহম্মেদ ভূঁইয়াকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও হোটেল লা- মেরিডিয়ানের স্বত্ব¡াধিকারী আমিন আহম্মেদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক মোশারফ হোসেইন মৃধা সই করা পৃথক নোটিস তাদের নিজ ঠিকানায় পাঠানো হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। উক্ত নোটিসে এম এ হাসেমকে আগামী ২৬ সেপ্টেম্বর ও আমিন আহম্মেদ ভূঁইয়াকে ২৭ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, এম এ হাসেমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারের বিপুল পরিমাণ সরকারী সম্পত্তি দখলসহ শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্বল্প মূল্যে পণ্য আমদানি করে মূল্য বেশি দেখিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে আমিন আহম্মেদ ভূঁইয়ার বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসা ও সরকারী সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
×