ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবলীগ ইস্যুতে আমাদের পজেটিভ হতে হবে ॥ আল্লামা ফরিদউদ্দীন

প্রকাশিত: ০৬:২২, ২০ সেপ্টেম্বর ২০১৮

তবলীগ ইস্যুতে আমাদের পজেটিভ হতে হবে ॥ আল্লামা ফরিদউদ্দীন

স্টাফ রিপোর্টার ॥ তবলীগ নিয়ে চলমান সঙ্কটের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদউদ্দীন মাসঊদ। তবলীগের দু’পক্ষের সাথীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা নিজেদের মধ্যকার দ্বন্দ্ব উস্কে দেবেন না। মাওলানা সাদকে, মাওলানা আহমদ লাটকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আপনারা কার বিরুদ্ধে কথা বলছেন? দ্বন্দ্ব বাড়ে এমন কথা বন্ধ করতে হবে। বিরুদ্ধাচারণ নয়, ভালবাসা ছড়িয়ে দিন। বুধবার রাজধানীতে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত আলেম উলামার পরামর্শ সভায় আল্লামা ফরিদউদ্দীন মাসঊদ এসব কথা বলেন। দুর্নীতি, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফরিদউদ্দীন মাসঊদ বলেন, দেশের আলেম উলামা দুর্নীতির বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে দেশে শান্তি ফিরে আসবে। তবলীগ ইস্যুতে আমাদের পজেটিভ হতে হবে। সাধারণ মানুষ আর আলেম উলামার মধ্যে কোন বিরোধ থাকতে পারে না। বিজ্ঞান যত সত্যের দিকে অগ্রসর হবে ইসলামকে তার অস্বীকার করার কোন উপায় থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ইসলাম হলো মূল সত্য! হক! বিজ্ঞান যদি সত্যে পৌঁছতে পারে তাহলে সে ইসলামের কাছে পৌঁছা ছাড়া কোন উপায় নেই। বিজ্ঞান বিভ্রান্তি সৃষ্টি করে এতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সে মূল সত্যে পৌঁছতে না পারে। আল্লামা মাসঊদ বলেন, মানুষের আওয়াজ কখনই নিশ্চিহ্ন হয় না। বিজ্ঞান বলে পৃথিবীতে আদম (আ) থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত আওয়াজ যত শব্দ উচ্চারিত হয়েছে পৃথিবীতে সবকিছু বাতাসের মাঝে জমা আছে। একটা শব্দ ও বিনষ্ট হয়ে যায়নি। এই কথা আম্বিয়া কেরাম (আ) বলছেন তখন বিজ্ঞান অস্বীকার করত।
×