ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ কেন আমলে নেয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০৬:২৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

আজাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ কেন আমলে নেয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকে করা দুর্নীতির অভিযোগ কেন তদন্ত ও আমলে নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এমকে রহমান। এদিকে দুদকের আইনজীবী খোরশেদ আলম খান জনকণ্ঠকে বলেছেন, আমরা এখন এই রুলের জবাব দেব। আদালত খোলার পর কার্যতলিকায় নিয়ে রুলের শুনানির চেষ্টা করব। এর আগে এই এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারের বিভন্ন দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন এক শিক্ষক। শিক্ষকের পক্ষে রিটটি করেন এ্যাডভোকেট রেজাউল করিম। ‘কাঠগড়ায় জনপ্রতিনিধি, শত অভিযোগ, তবুও ‘স্বতন্ত্র’ কালাম আওয়ামী লীগে’ শিরোনামে একটি দৈনিকে ২০১৭ সালের ২৬ মে এক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ কর্মী গৌতম কুমার দুদকের ঢাকা অফিসে লিখিত অভিযোগ করেন।
×